1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানরা জলবায়ু পরিবর্তনের চেয়ে অভিবাসন নিয়ে বেশি আতঙ্কিত

১১ মে ২০২৪

ইউরোপীয়, বিশেষ করে জার্মানরা, জলবায়ু পরিবর্তনের চেয়ে অভিবাসন কমাতে বেশি আগ্রহী বলে ডেনমার্কের এক সংস্থার গবেষণায় জানা গেছে৷

https://p.dw.com/p/4fjhu
গ্রিসের থেসালোনিকির পাশে অস্থায়ী শিবিরের ছবি
প্রতি চারজন ইউরোপীয়র মধ্যে একজন মনে করেন, সরকারের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় ‘অভিবাসন কমানোর' বিষয়টি থাকা উচিত৷ছবি: picture-alliance/NurPhoto/N. Economou

বুধবার প্রকাশিত গবেষণাটি করেছে ‘অ্যালায়েন্স অফ ডেমোক্রেসিস ফাউন্ডেশন'৷

প্রতি চারজন ইউরোপীয়র মধ্যে একজন মনে করেন, সরকারের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় ‘অভিবাসন কমানোর' বিষয়টি থাকা উচিত৷ ২০২২ সালের আগে এমন মনে করা ইউরোপীয়র সংখ্যা ছিল প্রতি পাঁচজনে একজন৷

জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করা মানুষের সংখ্যা কমছে বলে গবেষণায় জানা গেছে৷ ‘‘২০২৪ সালে প্রথমবারের মতো বেশিরভাগ ইউরোপীয়র কাছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে অভিবাসন কমানো বেশি অগ্রাধিকার পেয়েছে,'' বলে গবেষণার ফলাফল বলছে৷

এই তালিকায় সবার উপরে আছে জার্মানি৷ ২০২২ সালে প্রতি চারজন জার্মান নাগরিকের একজন (২৫ শতাংশ) বলেছিলেন অভিবাসন কমানো তাদের মূল অগ্রাধিকার৷ ২০২৪ সালে হারটি ৪৪ শতাংশ হয়েছে৷ আর ২০২২ সালে প্রতি তিনজন জার্মানের একজন (৩৩ শতাংশ) জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন৷ এখন সেই হার ২৫ শতাংশের নিচে নেমে গেছে৷

৫৩টি দেশে গবেষণাটি পরিচালিত হয়৷ এরমধ্যে গণতান্ত্রিক দেশ ছাড়াও স্বৈরতন্ত্র আছে এমন দেশও আছে৷ এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষ বাস করেন৷ গবেষণার মাধ্যমে গণতন্ত্র, সরকারের অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জানার চেষ্টা করা হয়৷

বিশ্বব্যাপী সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে যুদ্ধ ও সহিংসতাকে৷ এরপর আছে দারিদ্র, ক্ষুধা এবং তারপর জলবায়ু পরিবর্তন৷

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মনে করেন, তাদের সরকার অল্প কিছু মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছে৷ গণতান্ত্রিক, অগণতান্ত্রিক উভয় দেশের ক্ষেত্রেই একথা প্রযোজ্য৷ গত চার বছরে এমন উপলব্ধি সবচেয়ে বেশি ছিল ল্যাটিন অ্যামেরিকায়, এশিয়ায় ছিল সবচেয়ে কম, আর ২০২০ সাল থেকে ইউরোপে এটা ক্রমে বেড়েছে- বিশেষ করে জার্মানিতে৷

জার্মানিতে বেড়েছে অপরাধ

রিচার্ড কনর/জেডএইচ